Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের শপথ অনুষ্ঠান জনগণের অংশগ্রহণ উৎসাহী করতে ফেসবুকে বিজ্ঞাপন

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে জনগণকে অংশ নিতে উৎসাহী করতে ফেসবুকের আশ্রয় নিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প। এ জন্য তিনি ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছেন। আগামীকাল শুক্রবার তিনি শপথ নিয়ে হোয়াইট হাউসে ওভাল অফিসে বসবেন রিসোলুট ডেস্কে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ক্ষমতায় আসীন হওয়ার পূর্ব মুহূর্তে যেসব নেতা সর্বনিম্ন জনসমর্থন পেয়েছেন তার মধ্যে অন্যতম ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের জরিপ অনুযায়ী নিউইয়র্কের রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্পকে ইতিবাচক চোখে দেখছেন শতকরা মাত্র ৪০ ভাগ মার্কিনী। প্রেসিডেন্ট বারাক ওবামা যখন শপথ নিয়েছিলেন তার পূর্ব মুহূর্তে এই রেটিং ছিল আরও ২১ ভাগ বেশি। অর্থাৎ বারাক ওবামাকে ইতিবাচক হিসেবে দেখেছিলেন শতকরা ৬১ ভাগ মার্কিনী। জনপ্রিয়তার নিচের দিকে থাকা ট্রাম্প তাই তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে জনগণকে উদ্বুদ্ধ করছেন ফেসবুকে। তাতে তিনি তার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এতে ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে শপথ গ্রহণের মুহূর্তটি আমাদের জন্য। আমি চাই শপথ গ্রহণের দিনে আপনারা আমার সঙ্গে যোগ দেবেন। ভীষণ আনন্দের হতে যাচ্ছে এই অনুষ্ঠান। টু-নাইট শো’র স্টাফার মেরিনা কোকেনবার্গ নোটিশ করেছেন যে, ফেসবুকে যে বিজ্ঞাপন দেয়া হয়েছে তাতে টার্গেট করা হয়েছে ২৭ বছরের বেশি বয়সী নিউইয়র্কারদের। উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয় ভোট বেশি পেতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। তার চেয়ে প্রায় ২০ লাখ ভোট বেশি পেয়েছেন হিলারি ক্লিনটন। তা নিয়ে অনেক বিতর্ক। দ্য ইন্ডিপেন্ডেন্ট, নিউইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ