Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গে জমি অধিগ্রহণ নিয়ে বিক্ষোভ, সংঘর্ষ

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় বিদ্যুৎকেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে। অধিগ্রহণবিরোধী দুই আন্দোলনকারীকে আটক করার প্রতিবাদে এ প্রতিবাদ বিক্ষোভ করা হয়। প্রথমে গত সোমবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরের হাড়োয়া রোড অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ ছাড়া বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও বালুর বস্তা ফেলে রাস্তা আটকানো হয়। পরে কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ আটক দুই আন্দোলনকারীকে ছেড়ে দেয়। তবে গত মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ আরও তীব্র হয়। শুরু হয় পুলিশের সঙ্গে গ্রামবাসীর ব্যাপক সংঘর্ষ। গত মঙ্গলবার দুপুর নাগাদ এলাকায় র‌্যাফ (র‌্যাপিড অ্যাকশন ফোর্স) এবং কমব্যাট ফোর্স নামানো হয়। আন্দোলনকারীরা পুলিশের গাড়ি ও গণপরিবহনে আগুন ধরিয়ে দেন। গ্রামবাসীর অভিযোগ, এক আন্দোলনকারী পুলিশের গুলিতে আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। অধিগ্রহণবিরোধী আন্দোলনের জেরে বিদ্যুৎকেন্দ্রের কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ