Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাম্বিয়ায় প্রেসিডেন্টের জরুরি অবস্থা ঘোষণা

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তার পদত্যাগ করার মাত্র কয়েকদিন আগে তিনি এ জরুরি অবস্থা ঘোষণা করলেন। এদিকে ব্রিটিশ ও ডাচ ট্রাভেল এজেন্সিগুলো গতকাল বুধবার তাড়াহুড়া করে হাজার হাজার পর্যটককে সরিয়ে নেয়। জামেহ দীর্ঘ ২২ বছর ধরে কঠোর হাতে গাম্বিয়া শাসন করে আসছেন। ডিসেম্বরের নির্বাচনে বিরোধী দলীয় নেতা আদামা ব্যারোকের বিজয়কে তিনি প্রাথমিকভাবে মেনে নেন। কিন্তু পরে তিনি ব্যালট গণনায় ত্রুটির কথা জানান এবং সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করেন। দেশটিতে ১ ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন ও দেশটির অভ্যন্তরীণ বিষয়ে নজিরবিহীন বিদেশি হস্তক্ষেপের কারণে গত মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে জামেহ এ জরুরি অবস্থার ঘোষণা দেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে জামেহ বলেন, এসময় দেশের নাগরিকদের গাম্বিয়ার আইন বিরোধী যেকোন ধরনের কর্মকা- নিষিদ্ধ করা হয়েছে। পার্লামেন্ট সূত্র জানায়, গাম্বিয়ার সংবিধান অনুযায়ী সংসদীয় অনুমোদন সাপেক্ষে দেশটিতে সর্বোচ্চ ৯০ দিন এ জরুরি অবস্থা বলবৎ রাখা যাবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ