মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুদ্ধ বাধলে মাত্র দুই দিনেই ভারতের রাজধানী দিল্লি দখল করতে পারবে চীনের সেনারা। এমনকি চীনা প্যারাট্রুপাররা (প্যারাশুট বাহিনীভুক্ত সেনা) মাত্র ১০ ঘণ্টায় দিল্লিতে অবতরণ করতে সক্ষম। এমন দাবি করা হয়েছে চীনের একটি টিভি চ্যানেলের প্রচারিত প্রতিবেদনে। আন্তঃদেশীয় সমরশক্তিতে চীন ও ভারত- উভয়কেই পরাশক্তি হিসেবে বিবেচনা করা হয়। দুই দেশই পরমাণু ক্ষমতাসম্পন্ন। তাই একে অপরকে টেক্কা দেয়ায় এশিয়ার এই দুই পরাশক্তির চেষ্টার কোনো ঘাটতি নেই। চীনের ওই সরকারি টিভি চ্যানেলে বলা হয়েছে, চীন চাইলে দুই দিনেই দিল্লি দখল করতে পারে। ওই চ্যানেলের মতে, যুদ্ধ শুরু হলে চীনের সাঁজোয়া বাহিনীর ট্যাংক ৪৮ ঘণ্টার মধ্যেই দিল্লিতে ঢুকে পড়বে। তবে চীনা চ্যানেলের এই হুমকি নাকচ করে দিয়েছেন ভারতের সামরিক বিশেষজ্ঞরা। দেশটির সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল রহিত আগারওয়াল জানিয়েছেন, চীন চাইলেও সাঁজোয়াবাহিনী নিয়ে ৪৮ ঘণ্টায় দিল্লি পৌঁছতে পারবে না। তিনি বলেন, যেহেতু ভারত-চীন সীমান্তের পুরোটাই পার্বত্য এলাকা, সেহেতু বড় সামরিক গাড়ি বা ট্যাংক নিয়ে ভারতে প্রবেশ করা সম্ভব নয়। সূত্র : আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।