Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাদ্যে বিষক্রিয়ায় সউদি আরবে দেড়শ’ আক্রান্ত

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদি আরবের তায়েফ নগরীতে একটি রেস্তোরাঁর খাবার খেয়ে দেড়শ’ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। এই ঘটনার পর রেস্তোরাঁটি বন্ধ ও এর কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বিভাগ হাসপাতাল থেকে একটি জরুরি কল পায়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তাদের জানানো হয় রেস্তোরাঁর খাবার খেয়ে ৩৬ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি বলেন, পরে বিষক্রিয়ায় আক্রান্ত আরো রোগী হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল থেকে ওই বার্তাটি পেয়ে অতিরিক্ত রোগীদের সামাল দিতে মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে সেখানে ১৫টি মেডিকেল টিম পাঠায়। ইতোমধ্যে হাসপাতাল থেকে অনেক রোগীকে ছেড়ে দেয়া হয়েছে। অন্যান্যরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে। বর্তমানে একটি শিশু হাসপাতালে ছয় শিশু চিকিৎসাধীন রয়েছে। এদিকে তুরবাহ্ হাসপাতালে ৪৫ রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিইয়াহ্ হাসপাতালে ১৯ রোগীকে এবং খুরমা হাসপাতালে সাত জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসা গ্রহণ শেষে মোট ৭৩ জন বাড়ি ফিরে গেছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ