Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

মালয়েশিয়ার এমএইচ৩৭০ বিমানের তল্লাশি স্থগিত

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ৩৭০ এর সন্ধানে গভীর সমুদ্রে চলা তল্লাশি অভিযান স্থগিত করা হয়েছে। বিমানটি রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর প্রায় তিন বছর ধরে চলা তল্লাশি কোন ধরনের ফলাফল ছাড়াই স্থগিত ঘোষণা করা হলো। গতকাল অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও চীন সরকার এ ঘোষণা দেয়।
২০১৪ সালের ৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের এ ফ্লাইট কুয়ালালামপুর থেকে বেইজিংয়ে যাওয়ার পথে নিখোঁজ হয়। বিমানটিতে ২৩৯ জন যাত্রী ও ক্রু ছিল। তিন দেশের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ভারত সাগরের দক্ষিণে প্রায় ১ লাখ ২০ হাজার বর্গ কিলোমিটার এলাকায় তল্লাশি চালিয়ে বিমানটির অবস্থান সনাক্ত করা যায়নি। বিবৃতিতে আরো বলা হয়, এ অভিযানের প্রতিটি ধাপে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার
করা হয়েছে। এর পরও কোন ফলাফল না পাওয়ায় গভীর সমুদ্রে এমএইচ৩৭০ ফ্লাইটের তল্লাশি অভিযান স্থগিত করা হয়। -সূত্র : এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়ার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ