Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রামমন্দির নির্মাণের গ্যারান্টি দাবি সাধুসমাজের

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে মোদির প্রতি চাপ

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নানা অঙ্ক সাজাচ্ছে কেন্দ্রে ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টিÑ বিজেপি। তারা এই ভোট নিয়ে বিভিন্ন দলকে নানা ধরনের চাপে ফেলার কৌশলও আঁটছে। কিন্তু এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই চাপে ফেলে দিয়েছেন ওই রাজ্যের সাধু-সন্তরা। তারা রীতিমতো শর্ত বেঁধে দিয়ে জানিয়ে দিয়েছেন, তার (মোদি) আমলে অযোধ্যায় রামমন্দির তৈরি হবে, প্রধানমন্ত্রী মোদি এমন গ্যারান্টি দিলে তবেই উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে সাধুসমাজ বিজেপিকে সমর্থন করবে। কাক্সিক্ষত জয়ের লক্ষ্যে এগিয়ে দেবে। এই রাজ্যের অযোধ্যা শহরে বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমির ওপর তৈরি হওয়া অস্থায়ী মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস জানান, মহন্ত এবং সাধুরা রামচন্দ্রের ভক্ত। অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠিত হয়েছে, সেটা চাক্ষুষ করাই তাদের একমাত্র স্বপ্ন। সত্যেন্দ্র বলেন, মোদি সরকার ক্ষমতায় আসার পর আমরা আশা করেছিলাম, এবার নিশ্চয়ই রামমন্দির নির্মাণ করা হবে। তার দাবি, মোদিকে অযোধ্যায় আসতে হবে। আর এসে আমাদের গ্যারান্টি দিতে হবে। সবার সামনে দাঁড়িয়ে এ কথা ঘোষণা করতে হবে যে, তার শাসনামলে অযোধ্যায় রামমন্দির তৈরি হবেই। প্রধানমন্ত্রী মোদির পক্ষ থেকে এ নিয়ে স্পষ্ট প্রতিশ্রুতি পেলে তবেই আমরা বিজেপির জন্য রাজ্যের হিন্দু ভোট একজোট করব। এ কথা সবাই জানে যে, উত্তরপ্রদেশে সাধু এবং মহন্তদের শক্তি প্রবল। তাদের অনুরাগীর সংখ্যাও বিপুল। বিধানসভা ভোটে আমরা যদি বিজেপিকে সমর্থন করি, বিজেপি ভোটে জিতবেই। পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাজনৈতিক মহলের দাবি, আচার্যের বক্তব্যেই স্পষ্ট, রামমন্দির বিতর্কে কীভাবে রাজ্যের সাধু-সন্তরা কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে। এখন দেখার এটাই, এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদি কোন অবস্থান নেন। তবে অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা নিয়ে আচার্য সত্যেন্দ্র দাস যেমন শুধুমাত্র প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিই দাবি করেছেন, ততটা নরম মনোভাব কিন্তু দেখাননি সেখানকার রসিক নিবাস মন্দিরের মহন্ত রঘুবর শরণ। ইকোনমিক টাইমস, ইনডিয়া টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ