মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অবসরপ্রাপ্ত মার্কিন মহাকাশ বিজ্ঞানী জিন কারন্যান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। নাসা বলছে, এর ফলে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। দ্বিতীয়বার চাঁদে অবতরণকারী তিনজনের মধ্যে ক্যাপটেন কারন্যান একজন। সব শেষ চাঁদে হাঁটা এই মানুষটি ১৯৭২ সালে চাঁদে তার পায়ের ছাপ রেখে আসেন। তিনিই সব শেষ নেমেছিলেন চাঁদে। সে সময় তিনি অ্যাপোলো ১৭ মিশনের কমান্ডার ছিলেন। এখন পর্যন্ত মোট ১২ জন চাঁদে হেঁটেছেন, তার মধ্যে ছয়জন জীবিত রয়েছেন। অ্যাপোলো ১৭ মিশনের আগে ১৯৬৬ ও ১৯৬৯ সালে তিনি দু’বার মহাশূন্যে যান। ১৯৭৬ সালে অবসর নেওয়ার পরে তিনি ব্যবসা শুরু করেন। পাশাপাশি মার্কিন একটি চ্যানেলে চুক্তিভিক্তিক কাজ শুরু করেন। ১৯৩৪ সালের ১৪ মার্চ শিকাগোতে জন্মগ্রহণ করেন কারন্যান। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ জানিয়েছে যে তিনজন ব্যক্তি চাঁদে দু’বার গিয়েছেন সারনেন তাদের মধ্যে একজন। চাঁদে যাওয়া নভোচারীদের মধ্যে তিনি ছিলেন সর্বশেষ ব্যক্তি। ১৯৭২ সালে চন্দ্র পৃষ্ঠে সারনেন পা রেখেছিলেন। সারনেন-এর পরিবার জানিয়েছে শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা গেছেন। এর বেশি পরিবারের তরফ থেকে আর কিছু জানানো হয়নি। সারনেন নভোচারী হিসেবে ১৯৭৬ সালে অবসর গ্রহণ করেন। সারনেন-এর পরিবার জানিয়েছে, তার অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে বিস্তারিত কয়েকদিনের মধ্যেই জানানো হবে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।