মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আংশিক সদস্য হবে না যুক্তরাজ্য। ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া নিয়ে বহুল প্রত্যাশিত বক্তব্যে পরিষ্কার ভাষায় এ কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মে। প্রধানমন্ত্রী মে অন্যান্য দেশকে তাদের সঙ্গে যতটা সম্ভব মুক্ত বাণিজ্য করার প্রস্তাব দেবেন। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের ভেতরে অর্ধেক, বাইরে অর্ধেক- এমন অবস্থায় থাকবে না যুক্তরাজ্য। তেরেসা মের বক্তব্যে মোটামুটি পরিষ্কার হয়েছে, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের একক বাজারে আর থাকছে না। প্রতিটি দেশের সঙ্গে আলাদা আলাদা বাণিজ্য চুক্তি করতে চান তারা। ইইউ থেকে বেরিয়ে যাওয়া নিয়ে যে আলোচনা হবে, তার কিছু দিক প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার। তবে তারা বলেছে, মার্চ মাসের শেষ নাগাদ ব্রেক্সিট বাস্তবায়নে জোর প্রচেষ্টা শুরু হবে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।