মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত হুঁশিয়ারি দিয়েছিলেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যাতে অভিযোগ না করে। তারপরও ফের সামনে এল জওয়ানদের অভিযোগ। কী ধরনের প্রতিকূলতার মধ্যে তাদের কাজ করতে হয়, তাই উল্লেখ করে গান গেয়ে একটি ভিডিও পোস্ট করেছে জওয়ানরা। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, শিখ জওয়ানরা পাঞ্জাবি ভাষায় গান গাইছেন। যারা তাজ হোটেলে গিয়ে খাওয়া-দাওয়া করেন, তাদের সঙ্গে তুলনা করে জওয়ানদের জীবনের কষ্টের কথা বলা হয়েছে ওই গানে। একজন বলছেন, ১০ মাস হয়ে গেছে, কোনো ছুটি মেলেনি। তাদের স্ত্রীরা বুঝতে পারেন না যে, তারা বিবাহিত না অবিবাহিত! এরআগে গত রোববার জওয়ানদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে সেনাপ্রধান বিপিন রওয়াত বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যা খুশি তাই পোস্ট করা যাবে না। নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সেনা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল রাওয়াত। সেখানেই তিনি বলেন, অভিযোগ জানানোর বিশেষ প্রক্রিয়া আছে। সেনাবাহিনী সেই প্রক্রিয়াকে খুব গুরুত্ব দেয়। টাইমস অব ইনডিয়া, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।