Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকোতে নাইটক্লাবে বন্দুক হামলায় নিহত ৫

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি নাইটক্লাবে সংগীত উৎসবে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এ সময় তার গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। স্থানীয় সময় সোমবার রাত আড়াইটার দিকে প্লায়া ডেল কারমেন রিসোর্টের ব্লু প্যারট নাইটক্লাবে হামলার ঘটনা ঘটে। ক্লাবের একটি জানালা দিয়ে গুলি চালাতে শুরু করে বন্দুকধারী। এ সময় সেখানে বিপিএম ইলেক্ট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল চলছিল। হামলায় নিহতদের মধ্যে ক্লাবের নিরাপত্তারক্ষী ছাড়াও ইউরোপ-আমেরিকা থেকে আসা পর্যটকরাও রয়েছেন। সংগীত উৎসবের আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে হামলা ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। নিজেদের ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে তারা জানান, একজন বন্দুকধারী এ হামলা চালিয়েছে। এতে তাদের তিনজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। বিবৃতিতে হামলার তদন্তে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতার কথাও বলা হয়েছে। এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আটককৃতদের মধ্যে প্রকৃত হামলাকারী আছেন কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই এলাকায় বহুদিন ধরেই মাদকদ্রব্য নিয়ে সমস্যা চলছিল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ