Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরু অক্সিজেন গ্রহণ করে অক্সিজেনই ত্যাগ করে

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের রাজস্থানের শিক্ষামন্ত্রী বাসুদেব দেবনানী গরু নিয়ে উদ্ভট এক মন্তব্য করে হাসির পাত্রে পরিণত হয়েছেন। তিনি বলেছেন, গরুই একমাত্র প্রাণী যেটি বায়ুম-ল থেকে অক্সিজেন গ্রহণ করে অক্সিজেনই ত্যাগ করে। শুধু তাই নয়, এই বিষয়ের বৈজ্ঞানিক গুরুত্ব অনুধাবনের বিষয়ে জোর দেয়ার আহ্বান জানান তিনি। রাজস্থানের শিক্ষা বিভাগের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দেবনানী রাজস্থানের হিঙ্গোনিয়া গরু পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। শুধু তাই নয়, রাজস্থান প্রদেশের শিক্ষামন্ত্রীর মতে গরুর কাছাকাছি থাকলে সর্দি-কাশির মত রোগ অনায়াসে সেরে যাবে। তার মতে গরুর গোবরে রয়েছে প্রচুর ভিটামিন বি। তরুণদের গরু সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়েও আহ্বান জানান তিনি। তবে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ২০০৬ সালের এক প্রতিবেদনে বলেছিল, গরুসহ গবাদি পশু ১৮ শতাংশ গ্রিন হাউজ গ্যাসের জন্য দায়ী যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করছে। এর পরিমাণ গাড়ি, বিমান এবং সব ধরনের যানবাহনের সম্মিলিত উদগিরণের চেয়েও বেশি। প্রসঙ্গত, ভারতে গরুকে হিন্দু ধর্মীয় কারণে পবিত্র প্রাণী হিসেবে বিবেচিত হয় এবং নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরে এটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। সংঘ পরিবার সংশ্লিষ্ট গরু সংরক্ষণবাদীরা গরুর গোশত ভক্ষণ ও সংরক্ষণের সন্দেহে হতাহতের মতো ঘটনা ঘটিয়েছে। এনডিটিভি, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ