Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের কাছে দু’টি রণতরী হস্তান্তর চীনের

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরে (সিপিইসি) যৌথ নিরাপত্তার জন্য পাকিস্তান নৌবাহিনীর কাছে দুটি যুদ্ধজাহাজ হস্তান্তর করেছে বেইজিং। সিপিইসির সমুদ্র এলাকায় সুরক্ষা বাড়াতে গত শনিবার দেশটির গাদার বন্দরে ওই দুটি যুদ্ধ জাহাজ পাক নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে চীন। চীনের কর্মকর্তারা ওই দুইটি জাহাজে করে গাদার বন্দরে পৌঁছে এক অনুষ্ঠানে তা হস্তান্তর করেন। পাক নৌবাহিনীর উপপ্রধান আরিফুল্লা হুসেনি জাহাজ দুটি গ্রহণ করেছেন। তিনি বলেছেন, চীন ও পাকিস্তানের সম্পর্ক ক্রমান্বয়ে সমুদ্রের মতো গভীর ও দৃঢ় হচ্ছে। পাক এই কর্মকর্তা বলেন, পিএমএমএস হিঙ্গল ও পিএমএমএস বাসল নামের এ দুটি যুদ্ধ জাহাজ পাক নৌবাহিনীর বহরে আসায়, দুদেশের নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী হবে। পাকিস্তান সমুদ্রসীমা নিরাপত্তা সংস্থার মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জামিল আখতার, কমান্ডার মোহাম্মদ ওয়ারিশসহ নৌবাহিনী ও সরকারি বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা গাদার বন্দরের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরিফুল্লা হুসেনি বলেছেন, চীনা এই দুটি জাহাজ আজ থেকে পাক নৌবাহিনীর অংশ। এ দুটি জাহাজের ফলে পাক নৌবাহিনী আরো শক্তিশালী হবে। চীন সরকার শিগগিরই দাশত ও ঝোব নামে আরো দুটি জাহাজ পাকিস্তানের কাছে হস্তান্তর করবে। চীনের এ দুটি জাহাজ নির্মাণের কাজ এগিয়ে চলছে; দ্রুতই তা শেষ হবে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরির জন্য খরচ করা হচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। পাকিস্তান থেকে সরাসরি চীনের সঙ্গে যোগাযোগ স্থাপন হবে এই করিডরের মাধ্যমে। স্থলপথ, রেলপথ, অপটিক্যাল ফাইবার ও তেলের লাইন থাকবে এই করিডরে। এর ফলে সরাসরি উপকৃত হবে পাকিস্তানের বিশাল একটি অংশ। যোগাযোগ স্থাপনের কাজ শেষ হলে দেশটির কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ডন, টাইমস অব ইন্ডিয়া।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ