Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

কিরগিজস্তানের আবাসিক এলাকায় পণ্যবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৩২

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কিরগিজস্তানের আবাসিক এলাকায় টার্কিশ এয়ারলাইন্সের একটি মালবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩২ জনের প্রাণহানি হয়েছে। বিমানটি হংকং থেকে যাত্রা করেছিল। নিহতদের বেশির ভাগই ভূমিতে থাকা স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। কিরগিজ সরকারের বরাত দিয়ে বিবিসি জানায়, তুরস্কের ইস্তাম্বুলে যাওয়ার পথে কিরগিজস্তানের মানাস বিমানবন্দরে বিমানটির যাত্রাবিরতি করার কথা ছিল। ঘনকুয়াশার কারণেই এ যাত্রাবিরতির পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু স্থানীয় সময় গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানী বিশকেক থেকে ২৫ কিলোমিটার উত্তরে মানাস বিমানবন্দরের কাছের ঘরবাড়িতে বোয়িং-৭৪৭ বিমানটি বিধ্বস্ত হয়। সেসময় বেশ কয়েকটি ভবন ভেঙে পড়ে এবং প্রাণহানি হয়। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে জানিয়েছে বিবিসি। কিরগিজস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বিমানের চার পাইলটও রয়েছেন। অবশ্য, এক বিমান ক্রু জীবিত উদ্ধার হওয়ার খবর জানা গেছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ