Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রেক্সিটের প্রশংসা

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে আসার বিষয়ে দেশটির জনগণের রায়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নবনির্বাচিত মার্কিন প্র্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন ইউরোপীয় ইউনিয়নে জার্মানির কর্তৃত্ব রয়েছে। সংগঠনটি এখন পতনের দ্বারপ্রান্তে। ইইউ ইস্যুতে ব্রিটিশ জনগণের অবস্থান একটা স্মার্ট সিদ্ধান্ত, এটা একটা বিশাল ব্যাপার। টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের বাসভবন নিউ ইয়র্কের সুরম্য ট্রাম্প টাওয়ারে সাক্ষাৎকারটি নিয়েছেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা ও দেশটির সাবেক বিচারমন্ত্রী মাইকেল গোভ। ব্রেক্সিট বাস্তবায়নের পর যুক্তরাজ্যের সঙ্গে একটি  বাণিজ্য চুক্তিরও অঙ্গীকার করেন ট্রাম্প। গত বছরের গণভোটে ভোটাররা কেন ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছে সেটার কারণ সম্পর্কেও তার ধারণা রয়েছে বলে জানান রিপাবলিকান পার্টির এই নেতা। ট্রাম্পের ভাষায়, আপনি ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকান। এটা আসলে জার্মানি। প্রকৃতপক্ষে এটা জার্মানির জন্য একটা বাহন। এজন্য আমি মনে করি যুক্তরাজ্যের বেরিয়ে আসাটা ছিল একটা খুবই স্মার্ট সিদ্ধান্ত। আমার বিশ্বাস অন্যরাও বেরিয়ে যাবে। আমার মনে হয়, একসঙ্গে থাকাটা খুব সহজ হবে না। ব্রেক্সিট বাস্তবায়নের পর খুব শিগগিরই যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি করা হবে বলে জানান ট্রাম্প। তার ভাষায়, আমি যুক্তরাজ্যের বিশাল ভক্ত। দ্রুত একটা যথার্থ চুক্তির জন্য আমাদের কাজ করে যেতে হবে। এটা দুই পক্ষের জন্যই উত্তম হবে। এর আগে গত জুনে ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে আসাকে চমৎকার বিষয় বলে মন্তব্য করেন ট্রাম্প। এমনকি গত অক্টোবরে ব্রিটেনের ব্রেক্সিটপন্থী রাজনীতিক নাইজেল ফারাজকে আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনি বিতর্কে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান ট্রাম্প। টাইমস, দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ