মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংগি লিকে রাখাইন প্রদেশের কিছু গ্রামে প্রবেশ করতে দেয়নি মিয়ানমার। দেশটির সরকারের দাবি নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকায় এসব গ্রামে তাকে প্রবেশ করতে দেয়া হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়ন ও গণহত্যার বিষয়টি নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ছিল। সংশ্লিষ্ট এলাকায় কোনও সরকারি ব্যতিত কোনও সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আন্তর্জাতিক চাপের মুখে রবিবার জাতিসংঘের বিশেষ দূতকে কিছু এলাকায় নিয়ে যায় কর্তৃপক্ষ। আল-জাজিরা জানিয়েছে, ইয়াংগি লিকে সরকার অনুমোদিত কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ দেয়া হয়। ১২ দিনের মিয়ানমার সফরে রয়েছেন লি। এর মধ্যে রাখাইনে লি তিনদিন অবস্থান করছেন। রোহিঙ্গা গ্রাম ছাড়াও তিনি অক্টোবরে হামলার শিকার হওয়ার বর্ডার পোস্টও পরিদর্শন করেন। স্থানীয় একটি কারাগারও পরিদর্শন করেন তিনি। গত শুক্রবার লি রোহিঙ্গা অধ্যুষিত এলাকার পার্শ্ববর্তী শহর সিতের স্থানীয় মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসের ৯ তারিখে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরীণ এলাকায় সন্ত্রাসীদের সমন্বিত হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হওয়ার পর তার দায় চাপানো হয় রোহিঙ্গাদের ওপর। আর তখন থেকেই শুরু হয় সেনাবাহিনীর দমন প্রক্রিয়া। জাতিসংঘের মতে, মিয়ানমারের সেনাবাহিনীর মানবতাবিরোধী কর্মকা-ের রাখাইন রাজ্যে মৃতের সংখ্যা ৮৬ জন। এখন পর্যন্ত ঘরহারা হয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ। পালাতে গিয়েও গুলি খেয়ে মরতে হচ্ছে তাদের। মিয়ানমারে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাস করে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধরা তাদেরকে দেশটির নাগরিক হিসেবে স্বীকার তো করেই না বরং এসব রোহিঙ্গাকে বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করে থাকে। রাখাইন রাজ্যে এমন উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টির পরেও চলমান দমন প্রক্রিয়ার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করে দায় এড়াতে চাইছে দেশটির সরকার। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।