বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ঘাট আনুষ্ঠানিকভাবে একই উপজেলার কাঁঠালবাড়ি ইলিয়াছ আহমেদ চৌধুরী দাদাভাই ফেরি ঘাটে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত হলো। রবিবার দুপুরে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী আনুষ্ঠানিকভাবে আধুনিক সুবিধা সমৃদ্ধ এ ঘাটটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা, জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন এ ঘাটটি ২৩ একর জমির উপর স্থাপন করা হয়েছে। মোট ব্যয় হয়েছে ১৫ কোটি টাকা। এখন থেকে দক্ষিণাঞ্চলের যানবাহনগুলো পাচ্চর মোড় হয়ে নতুন উদ্বোধনকৃত পদ্মা সেতুর এপ্রোচ সড়ক হয়ে কাঁঠালবাড়ি যাবে। নতুন এ ঘাটে মোট ৪ টি হাই ও লো ওয়াটার ফেরি ঘাট, ৩টি লঞ্চ ঘাট, স্পীডবোট ঘাট, ৩টি জেটি, ৬টি টি স্পাড, ৪টি যাত্রী শেড, আভ্যন্তরীণ সড়ক ৭ শ মিটার, পুলিশ কন্ট্রোল রুম, ১৮ হাজার বর্গ কিলোমিটার জায়গায় বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এই ঘাট চালু হওয়ায় এতে নৌ পথের দূরত্ব ৫ কিলোমিটার কমবে। বর্তমানে নৌরুটের দূরত্ব ১৩ কিলোমিটার। প্রতিদিন প্রায় ৫০ হাজার যাত্রী নতুন এ ঘাট হয়ে যাতায়াত করতে পারবে বলে নৌ পরিবহন মন্ত্রণালয় দাবী করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।