Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জিএম আজাদ

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র করা হয়েছে ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এর মহাব্যবস্থাপক জিএম আবুল কালাম আজাদকে। এ বিষয়ে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের মানব সম্পদ বিভাগ-১ এর মহাব্যবস্থাপক নূর-উন-নাহারের স্বাক্ষর করা এক অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রকে সার্বিক সহযোগী প্রদান করতে জিএম আবুল কালাম আজাদকে সহকারী মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়েছে। এর আগে গভর্নর সচিবালয়ের উপ মহাব্যবস্থাপক জিএম আবুল কালাম আজাদকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দিয়ে ২০১৬ সালের ৬ ডিসেম্বর ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) বিভাগে পদায়ন করা হয়। জিএম আবুল কালাম আজাদ ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জনকারী আবুল কালাম ব্যাংকে গবেষণা বিভাগ, মানিটরি পলিসি বিভাগ এবং গভর্নর সচিবালয়ে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেন। গভর্নর সচিবালয়ের দায়িত্ব পালনকালে কর্মদক্ষতার জন্য ব্যাপক প্রশংসিত হন তিনি। যশোরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী আজাদ প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা সফর করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ