মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কম্বোডিয়ায় বিষাক্ত খাবার খেয়ে ২২২ শিক্ষার্থী ও প্রাপ্ত বয়স্ক তিনজন অসুস্থ হয়ে পড়েছে। বাজার থেকে আনা খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। গত শনিবার দেশের পশ্চিমাঞ্চলীয় পুরসাত প্রদেশের নম ক্রাভান জেলার পুলিশ প্রধান ভং সারেথ জানান, প্রাথমিক বিদ্যালয়ের এসব শিশু তাদের জন্য আনা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের খাবারের মধ্যে ছিল ভাত, শুয়োরের মাংস ও শশা। তিনি বার্তা সংস্থাকে জানান, এসব বিষাক্ত খাবার খাওয়ার প্রায় তিন ঘন্টা পর তাদের পেট ব্যথা, বমি বমি ভাব ও পাতলা পায়খানা শুরু হয়। তিনি জানান, এ দুর্ঘটনার পর অসুস্থ হয়ে পড়া শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। এদিকে খাবারের নমুনা পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রাদেশিক খাদ্য নিরাপত্তা ব্যুরোর কাছে পাঠানো হয়েছে। ভং সারেথ জানান, শিশুদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।