মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর ইয়াগুআচি ও মিলাগ্রোর মধ্যবর্তী এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৭ জন। গত শনিবার এ খবর জানায় দেশটির ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসেস। দেশটির সমন্বিত নিরাপত্তা সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর ইয়াগুআচি ও মিলাগ্রোর মধ্যবর্তী এলাকায় মহাসড়কে একটি স্কুলবাসের সঙ্গে আন্তপ্রদেশীয় একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। তবে স্কুলবাসটিতে ওই মুহূর্তে কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনা কবলিত আন্তপ্রদেশীয় ওই যাত্রীবাহী বাসে কতজন যাত্রী ছিল তা জানা যায়নি। ইয়াহু নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।