সড়ক দুর্ঘটনায় জিডিপির ক্ষতি ১ দশমিক ৬ শতাংশ
অর্থনৈতিক রিপোর্টার : সড়ক দুর্ঘটনার আর্থিক ক্ষতি বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির ১ দশমিক ৬ শতাংশ বলে জানিয়েছে ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল
দুই বন্ধু কথা বলছে...
১ম বন্ধু : মশা কত প্রকার?
২য় বন্ধু : মশা তো সাত প্রকার!
১ম বন্ধু : আচ্ছা বলতো কী কী?
২য় বন্ধু : ১ যে মশা গায়ে এসে বসামাত্রই কামড়ায় সে রাক্ষুসে মশা। ২. ঘুমন্ত অবস্থায় কামড়ালে সুযোগসন্ধানী মশা ৩. নাকের মধ্যে ডুকলে তা নমরুদি মশা ৪. থাপ্পড় দিলে যে মশা হাতের ফাঁক দিয়ে চলে যায় তা গোল্লাছুট মশা ৫. যে মশা পুস্তকে বসে তা শিক্ষিত মশা ৬. যে মশা সারা দিন ঘুরে বেড়ায় তা বেকার মশা আর ৭. যে মশা কানের কাছে গুন গুন করে তা শিল্পী মশা!
ষ সংগ্রহে
রুমান হাফিজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।