Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেসিডেন্টের সিদ্ধান্ত মেনে নেবে আ’লীগ : ওবায়দুল কাদের

নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গ

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে নালিশ পার্টিতে পরিণত হয়েছে। এ সরকারের উন্নয়ন তাদের চোখে পড়ে না। তারা বলেছিল, আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু করতে পারবে না।  পদ্মা সেতুর কাজ চলছে। প্রায় ৪০ ভাগ কাজ হয়ে গেছে। গতকাল শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি সড়কের রানীগঞ্জ এলাকায় ১২৬ কোটি টাকা ব্যয় নির্ধারনে কুশিয়ারা নদীর ওপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন শেষে সেতু মন্ত্রী এ কথা বলেন।
নির্বাচন কমিশন গঠন সম্পর্কে তিনি বলেন, প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত দেবেন আওয়ামী লীগ তা মেনে নেবে। আমাদের বিরুদ্ধে গেলেও তা মেনে নেব। প্রেসিডেন্টের প্রতি আওয়ামী লীগের বিশ^াস ও আস্থা আছে।  সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট যা সঠিক মনে করবেন তাই করবেন। সেতু মন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন আগামী নির্বাচনের প্রস্তুতি নিন। জনগণের সাথে সম্পর্ক গড়ে তুলুন। মন্ত্রী বলেন, কুশিয়ারা নদীর ওপর রানীগঞ্জের সেতু হওয়ায় ঢাকার সাথে সুনামগঞ্জের ৬০ কিলোমিটার পথ কমে যাবে। এ সময় আরো বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন নাহার বেগম শাহানা, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন-অর রশিদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।



 

Show all comments
  • আনোয়ার হোসেন ১৫ জানুয়ারি, ২০১৭, ৯:৩৬ এএম says : 0
    আমরাও ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের

১১ ফেব্রুয়ারি, ২০১৯
১৩ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ