Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলে কেউ বিশৃঙ্খলা করলে ক্ষমা নেই, বিএনপি নির্বাচনে আসবেনা -সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ৬:০৬ পিএম

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সফর শুরু করেছেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়াদুল কাদের । তিনি আজ দুপুর পৌনে একটায় পাবনার ঈশ্বরদী মুলাডুলীতে ট্রেনে যাত্রা বিরতি করে এক পথ সভায় বক্তব্য রাখেন । যোহরের নামাজের প্রাক্কালে আয়ানের জন্য কিছু সময় অপেক্ষা করেন। তারপর ভাষণে বলেন, দলের মধ্যে কেউ বিশৃঙ্খলা করলে তাকে ক্ষমা করা হবে না। সময় আছে সাবধান হয়ে যান। মানুষের সাথে ভাল আচরণ করুন। আপনাদের কথায় কেউ যেন মনে কষ্ট না পান। দলীয় মাস্তানি দল ভাঙ্গিয়ে জননেত্রী শেখ হাসিনার আমলে করা যাবে না। মানুষের কাছে আওয়ামীলীগ সরকারের অনেক বড় বড় উন্নয়নের কথা তুলে ধরুন । প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে যে উন্নয়ন হয়েছে তা তুলনাবিহীন। আগামী দিনে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে আরোও উন্নয়ন হবে। বিএনপিকে উদ্দেশ্যে করে বলেন, খালেদা জিয়াকে আমরা জেলে পাঠাইনি, তার জামিনে সরকার কোনবাঁধা সৃষ্টি করছে না। বিএনপি মনগড়া গল্প সাজিয়ে প্রচার করছে। তিনি আশা প্রকাশ করেন , বিএনপি নির্বাচনে অংশ নেবে। তা না হলে আবার ট্রেন মিস করবে। প্রায় পনের মিনিট তিনি পথ সভায় বক্তব্য রাখেন। পথসভায় সভাপতিত্ব করেন, পাবনা-৪ আসনের এম.পি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এম.পি । এ সময় তার সফর সঙ্গী ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, অসীম কুমার উকিল , সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেতু মন্ত্রী ওবায়দুল কাদের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ