Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯০ দিনের মধ্যে রাশিয়ার হ্যাকিং নিয়ে প্রতিবেদন প্রকাশ করবেন ট্রাম্প

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হ্যাকিংয়ের অভিযোগের ওপর ৯০ দিনের মধ্যে একটি পরিপূর্ণ প্রতিবেদন প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার সকালে একের পর এক ট্যুইটে ট্রাম্প বলেন, নির্বাচনের সময় ডেমোক্র্যাটদের প্রচারে হ্যাক করার নির্দেশ ক্রেমলিন দিয়েছিল এমন অভিযোগ মানুষ তদন্ত করে দেখবে। আর এ তদন্তেরই ফল তৈরি হয়ে যাবে এপ্রিলের শেষ নাগাদ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো প্রেসিডেন্ট নির্বাচনের সময় পার্টি যোগাযোগ ব্যবস্থায় হস্তক্ষেপের জন্য রাশিয়াকে দায়ী করেছে। তাছাড়া, ডোনাল্ড ট্রাম্পের অনেক অতিগোপনীয় তথ্য এমনকি তাকে ব্ল্যাকমেইল করার মত অনেক স্পর্শকাতর তথ্যও রাশিয়ার কাছে আছে- গণমাধ্যমের এমন খবরও খতিয়ে দেখছে গোয়েন্দারা। ট্রাম্প এগুলোকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। এসবের পেছনে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলেরই অসাধু রাজনৈতিক কর্মীরা দায়ী বলে উল্লেখ করেন তিনি। ট্যুইটারে ট্রাম্প বলেন,আসলে এ সবই ভুয়া খবর। রাশিয়া তো বলে এসবের কোনও অস্তিত্ব নেই। এসবের কোনও প্রমাণ নেই, কখনও থাকবে না জেনেও সম্ভবত গোয়েন্দারাই এগুলো প্রকাশ করেছে। আমার লোকজন ৯০ দিনের মধ্যেই হ্যাকিংয়ের ওপর পূর্ণ প্রতিবেদন দেবে। প্রসঙ্গত, গত বুধবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান জেমস ক্ল্যাপার জানান, রাশিয়ার কাছে গোপন তথ্য থাকার যে খবর গণমাধ্যমে ফাঁস হয়েছে সে সংক্রান্ত নথি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো থেকে দেওয়া হয়নি। আর সে নথি নির্ভরযোগ্য কিনা তাও এখনও গোয়েন্দা সংস্থাগুলো যাচাই করে দেখতে পারেনি। গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার তাকে ডেকে পাঠিয়ে তার বিরুদ্ধে রাশিয়ার কাছে থাকা তথ্য নিয়ে ভুয়া ও অতিরঞ্জিত খবরের নিন্দা জানিয়েছেন। সিএনএনসহ কয়েকটি মার্কিন গণমাধ্যম এ সপ্তাহের শুরুর দিকে খবরগুলো প্রকাশ করে। তবে ক্ল্যাপার বলছেন, তিনি ট্রাম্পকে ডেকে পাঠিয়ে একথাই বলেছেন যে, ওই খবরগুলোর নির্ভরযোগ্যতা নিয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত গোপনীয় ও আর্থিক লেনদেনের তথ্য নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পশিবির রাশিয়ার হাতে নিজেরাই তুলে দিয়েছিল বলেও জানুয়ারির শুরুতে গণমাধ্যমে খবর বেরোয়।  সিএনএন, রয়টার্স, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ