Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

রোহিঙ্গাদের মুক্তি দিতে অ্যামনেস্টির আহ্বান

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোন অপরাধে অভিযুক্ত না হলে অবিলম্বে আটক সকল রোহিঙ্গাকে মুক্তি দেয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একইসঙ্গে আটক সকলের অবস্থান প্রকাশ করা এবং তাদের সঙ্গে মানবিক আচরণ, চিকিৎসা এবং পরিবার ও আইনজীবীর সঙ্গে নিয়মিত সাক্ষাত নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। এক বিবৃতিতে অ্যামনেস্টি আরও বলেছে, মিয়ানমারের উত্তরে রাখাইন রাজ্যে তৎকালীন আরাকানে চলমান নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে কয়েকশ’ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটকাবস্থায় মৃত্যু এবং নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতন বা অন্য অসদাচরণের যেসব অভিযোগ রয়েছে সেগুলোর স্বতন্ত্র, নিরপেক্ষ এবং কার্যকর তদন্ত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ