মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পর্নস্টার থেকে নায়িকা। কিছু দিন আগে ছোটগল্পের বইও লিখেছেন। আর এবার শোনা যাচ্ছে, নির্বাচনে দাঁড়াবেন। সামলাবেন রাজনীতির মাঠও। সামনেই ভারতের উত্তরপ্রদেশে নির্বাচন, যা নিয়ে ইতোমধ্যেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে ভারতে। আর চমকপ্রদ খবর হল, এই নির্বাচনে লড়তে যাচ্ছেন সানি লিওন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের মোরাদাবাদ আসন থেকে বিধায়ক পদের জন্য বিধানসভা নির্বাচনে লড়াই করছেন সানি। তবে এই খবরের যে কোনো সত্যতা পাওয়া যায়নি। এ ব্যাপারে মুখ খুলছেন না সাবেক পর্নস্টার। এতে কেউ কেউ বলছেন, নির্বাচনে লড়াই করার ওই খবরের কোনো ভিত্তি নেই। এর আগে রাখি সাওয়ান্তও ভোটে দাঁড়িয়েছেন। কিন্তু রাখির জামানত জব্দ হয়ে গেছে নির্বাচনে লড়াই করতে গিয়ে। জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।