Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুষার ঝড়ে বিপর্যস্ত ইউরোপ

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পশ্চিম ইউরোপ জুড়ে চলমান তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, উপড়ে পড়েছে গাছ। কোথাও কোথাও বিমান ও রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। সড়কগুলো বরফে ঢাকা পড়ায় বিস্তৃত এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ‘ইগন’ নামে পরিচিত এ ঝড়ে ইউরোপ জুড়ে এখন পর্যন্ত ৬৫ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। খবরে বলা হয়,  ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চল ও নরম্যান্ডিতে দুই লাখের বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফ্রান্স ও জার্মানিতে জরুরি কাজে নিয়োজিত দলগুলো মাঠে নেমে পড়েছে। ফ্রান্সে উপড়ে যাওয়া একটি গাছের নিচে পড়ে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। কিছু কিছু এলাকায় স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। ফ্রান্সের পর ঝড়ের কবলে পড়ে জার্মানির দক্ষিণাঞ্চলীয় রাইনল্যান্ড, প্যালাটিনেট ও উত্তর ব্যাভারিয়া। অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাস্তায় ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়। জার্মানির কয়েকটি সড়কে তুষার ও কালো বরফ মিলে গাড়ি চালকদের জন্য বিভ্রমজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এ বিষয়ে চালকদের সর্তক থাকতে বলা হয়েছে। বলিভিয়ায় একই ধরনের পরিস্থিতিতে দুর্ঘটনায় পড়ে তিন গাড়ি চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেলজিয়াম উপকূলে আকস্মিক বন্যা প্রতিরোধে ব্যবস্থা নেয়া হয়েছে। রোমানিয়া, বুলগেরিয়া, গ্রিস ও তুরস্কের পশ্চিমে ভারি তুষারপাত এবং হাড় কাঁপানো শীত পড়েছে। অস্থায়ী ক্যাম্পগুলোতে আশ্রয় নেয়া শরণার্থীদের জীবন বাঁচাতে লড়াই করতে হচ্ছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী, বুলগেরিয়ায় ঠা-ায় জমে অনেক শরণার্থীর মৃত্যু হয়েছে। এএফপি, রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ