Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসুলে প্রবল প্রতিরোধ আইএসের

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যের জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে মসুল বিশ্ববিদ্যালয় পুনরুদ্ধারে অভিযানরত ইরাকি বাহিনী প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়েছে। যদিও ইরাকি স্পেশাল অপারেশনস ফোর্সেস (আইএসওএফ) টাইগ্রিস নদীর উপরে থাকা পাঁচটি প্রধান সেতুর মধ্যে দুটি সেতুর পূর্বাংশ পুনরায় দখল করে নিতে সক্ষম হয়েছে। খবরে বলা হয়েছে, গত শুক্রবার ইরাকি বাহিনী বিশ্ববিদ্যালয়টির চত্বরে প্রবেশ করে। এই অভিযান ইরাকে আইএসের সর্বশেষ শক্তঘাঁটি মসুল শহরের নিরাপত্তা নিশ্চিত করার যে প্রচেষ্টা তারই অংশ। শহরটির দ্বিতীয় সেতু পর্যন্ত পৌঁছে যাওয়ার ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টি নিয়ন্ত্রণে নিতে এই প্রচেষ্টার খবর এল। মসুল পুনরুদ্ধারে গেল মাস থেকে ইরাকি বাহিনী সাম্প্রতিককালে এই অভিযান শুরু করে। বিশ্ববিদ্যালয়টি শহরের পূর্বাংশে অবস্থিত। ইতিমধ্যে ওই অংশের অনেক ভবনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে সরকারি বাহিনী। গত শুক্রবার এই শিক্ষা প্রতিষ্ঠানটি পুনরুদ্ধারে অভিযান চালানো হয়। বিশ্ববিদ্যালয়টি আইএস নিরাপদ একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। ইরাকি কর্মকর্তারা দাবি করেছেন, আইএস বিশ্ববিদ্যালয়টির রসায়ন গবেষণাগারটিকে রাসায়নিক অস্ত্র তৈরির লক্ষ্যে ব্যবহার করেছে। ইরাকি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, তাদের বাহিনী আল-হুরিয়া বা স্বাধীনতা সেতুর কাছে পৌঁছে গেছে। এ সময় আইএস ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। বিভিন্ন প্রতিবেদনের বরাতে জানা গেছে, ইরাকি স্পেশাল অপারেশনস ফোর্সেস (আইএসওএফ) টাইগ্রিস নদীর উপরে থাকা পাঁচটি প্রধান সেতুর মধ্যে দুটি সেতুর পূর্বাংশ পুনরায় দখল করে নিতে সক্ষম হয়েছে। এই সেতুগুলোর মাধ্যমে মসুলের উত্তর ও দক্ষিণাংশের মধ্যে যোগাযোগ রক্ষিত হয়। গেল অক্টোবরে সেতুগুলোকে লক্ষ্য করে জোট বাহিনী বিমান হামলা চালায়। পূর্বাংশে আইএসের অবস্থানগুলোতে রসদসহ অন্যান্য প্রয়োজনীয় সহায়তা যেন পুনরায় পাঠাতে সক্ষম না হয়, সে লক্ষ্যেই সেতুগুলো অকার্যকর করে দেওয়ার চেষ্টা নেওয়া হয়েছিল। বিমান হামলার ফলে সেতুগুলোর পর্যাপ্ত ক্ষতি হয়েছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ