Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যালেন্ডারে গান্ধীকে সরিয়ে মোদি

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অফিসের ক্যালেন্ডারে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বসিয়েছে দেশটির সরকারি খাদি ও গ্রাম শিল্প কমিশন (কেভিআইসি)। সঙ্গে সঙ্গেই এর প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। কেভিআইসি’র কর্মীরা বলেন, এ সিদ্ধান্তে তারা দুঃখ পেয়েছে। এই কমিশনের পক্ষ থেকে দেশটির গ্রাম পর্যায়ের শিল্পকে সহায়তা করা হয়। কেভিআইসি কর্তৃপক্ষর যুক্তি, মোদীও গ্রামভিত্তিক শিল্পের বড় সমর্থক। তিনি  খাদি পোশাককে সাধারণের মধ্যে জনপ্রিয় করেছেন। এ কারণেই তারা মোদীর ছবি ব্যবহার করেছেন। ব্রিটিশ আইনের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ খাদি কাপড় পরতেন গান্ধী। ঐতিহ্যগতভাবেই কেভিআইসি-র ক্যালেন্ডার ও স্টেশনারিতে গান্ধীর ছবি ব্যবহার করা হত। কেভিআইসি কর্তৃপক্ষ এবার মোদীর ছবি ব্যবহারের সিদ্ধান্ত নেয়ার পর এক বিবৃতিতে বলেছে, গান্ধীকে কখনোই প্রতিস্থাপন করা সম্ভব না। কিন্তু এই বিবৃতিও কর্মীদের ক্ষোভ কমাতে পারেনি। গত বৃহস্পতিবার মুম্বাইয়ে কেভিআইসি’র প্রধান কার্যালয়ে অনেক কর্মী মোদীর ছবি সম্বলিত নতুন স্টেশনারি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এবং মৌন প্রতিবাদ করে। এক কর্মী সাংবাদিকদের বলেন, আমরা ক্যালেন্ডার ও ডাইরিতে মোদীর ছবি ছাপার বিরুদ্ধে নই। কিš সেখানে গান্ধীর ছবি খুঁজে না পাওয়ায় আমাদেরকে হতাশ করেছে। কেন এখানে গান্ধীর জায়গা হলো না আমরা শুধ সেটাই জানতে চাই। গান্ধী কী এখন আর খাদি শিল্পের সঙ্গে প্রাসঙ্গিক নন। কেভিআইসির চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা আইএএনএস নিউজ এজেন্সিকে বলেন, “পুরো খাদি শিল্পের ভিত্তি গান্ধীর দর্শন, পরিকল্পনা এবং আদর্শ। তিনি কেভিআইসির আত্মা। তাই ওনাকে অবজ্ঞার প্রশ্নই আসে না। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ