মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি প্রত্যন্ত মহাসড়কে গত বৃহস্পতিবার এক পুলিশ কর্মকর্তা ওপর হামলাকারীকে হত্যা করে প্রশংসা কুড়িয়েছেন এক গাড়ি চালক। পুলিশ জানায়, ২৭ বছর বয়সী পুলিশ কর্মকর্তা ট্রুপার এডওয়ার্ড অ্যান্ডারসন ফিনিক্সের ৫০ মাইল পশ্চিমে টোনোপাহ’র কাছে একটি দুর্ঘটনা তদন্তে এক গাড়ি চালককে থামায়। এ সময় ওই ব্যক্তি তার ওপর আকস্মিকভাবে গুলি চালায়। গুলি তার ঘাড় ও হাতে এসে লাগে। এরপর সে পুলিশ কর্মকর্তার মাথা ধরে মাটিতে আঘাত করতে থাকে। এ সময় ওই রাস্তা দিয়ে দিয়ে অজ্ঞাতপরিচয় অপর এক ব্যক্তি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তিনি তখন তার কাছে থাকা অস্ত্র দিয়ে হামলাকারীকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। অ্যারিজোনা পুলিশের নিরাপত্তা বিভাগের পরিচালক ফ্রাঙ্ক মিলস্টিড বলেন, অজ্ঞাত পরিচয় ওই গাড়ি চালকের সহায়তা ছাড়া আমরা আমাদের সহকর্মীকে জীবিত পেতাম না। এজন্য তাকে ধন্যবাদ। তিনি বলেন, রাত সাড়ে চার দিকে ওই এলাকা থেকে এক গাড়ি চালকের ফোন পেয়ে সেখানে যান অ্যান্ডারসন। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।