মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২২ বছরের পুরনো নীতি বাতিল করে ভিসা ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানরত কিউবানদের সে দেশের নাগরিক হিসেবে বৈধতা দিয়েছেন। এটি কিউবা সরকারের প্রত্যাশাবিরোধী একটি পদক্ষেপ। ওবামা এক বিবৃতিতে বলেন- এ পদক্ষেপের মাধ্যমে আমরা এটা প্রমাণ করেছি, অন্যান্য দেশের অভিবাসীদের আমরা গ্রহণ করি, কিউবানদেরও সে ভাবেই গ্রহণ করেছি। এ পদক্ষেপ কিউবার সাথে অর্ধ-শতাব্দীর বৈরিতার অবসান ঘটিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য ওবামা যা করেছেন, তারই একটি চূড়ান্ত রূপ। কিউবানদের প্রতি এর আগের মার্কিন প্রেসিডেন্টদের কঠোর দৃষ্টিভঙ্গীর অবসান ঘটালেন ওবামা। এটি তার শাসনামলের একটি বড় অর্জন। মার্কিন স্বরাষ্ট্র বিভাগ ও কিউবা সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী সর্বশেষ এ পদক্ষেপ নেয়া হলো। চুক্তি অনুযায়ী ওবামা কিউবানদের সে দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারেও সম্মত হয়েছেন। মার্কিন স্বরাষ্ট্র বিষয়ক নিরাপত্তা মন্ত্রী জে জনসন বলেছেন- অতীতে যা হয়েছে, তা তো হয়েছেই। ভবিষ্যত হবে অন্যরকম। বিশ বছর আগে যে সম্পর্ক ছিলো, তা আর এখন থাকবে না। পরিবর্তন শুধু আমাদের মধ্যেই হয়নি, কিউবার নেতৃবৃন্দের মনেও পরিবর্তন এসেছে। ১৯৯৫ সালের তথাকথিত ‘ভেজা পা, শুকনো পা’ নীতি ছিলো অগ্রহণযোগ্য। যার কারণে কিউবানরা সমুদ্র পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে আসতো এবং আবার ফিরেও যেতো। এখন নীতি পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের থাকার আর কোন সমস্যা রইলো না। তারা এখন এখানকার নাগরিক হতে পারবে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।