Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইজেরিয়ায় গাম্বিয়ার সাবেক স্বৈরশাসকের রাজনৈতিক আশ্রয়

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গাম্বিয়ার লৌহমানব হিসেবে পরিচিত দীর্ঘ সময়ের স্বৈরশাসক ইয়াহিয়া জামেহকে আশ্রয় দিয়েছে নাইজেরিয়া। রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে জামেহ বলেছেন, তিনি ক্ষমতা ছেড়ে দেবেন। তিনি গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। বৃহস্পতিবার জামেহকে আশ্রয় দেয়ার ব্যাপারে নাইজেরীয় পার্লামেন্টে ভোট হয় এবং তাকে রাজনৈকি আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নেন সে দেশের আইনপ্রণেতারা। আবুজা মনে করছে, জামেহকে নিয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সঙ্গে গাম্বিয়ার জোর বিতর্ক হবে। বুহারি শুক্রবার একটি প্রতিনিধিদল নিয়ে নাইজেরিয়া ত্যাগ করেন। তিনি নাইজেরিয়ায় এসেছিলেন গাম্বিয়ার সঙ্কট সমাধানের জন্য কথাবার্তা বলতে। জামেহ ১৯৯৪ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। এক সময় মনে হয়েছিলো, তিনিই দীর্ঘ সময় গাম্বিয়া শাসন করবেন। তিনি শক্ত হাতে দেশ শাসন করতেন এবং গাম্বিয়া থেকে এইডস নির্মূল করেছিলেন। গত ডিসেম্বরে প্রতিপক্ষ এডামা বোরোর কাছে পরিস্কারভাবে নির্বাচনে হেরে যাওয়ার পর জামেহ ফলাফল মেনে নিতে পারেননি। ডিডব্লিউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ