Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের ঘাড় ভেঙে মালিককে রক্ষা করল কুকুর

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে একটি পোষা কুকুর তার নিজের ঘাড় ভেঙে মনিবকে প্রচ- ঠা-া থেকে রক্ষা করেছে। বরফ শীতল আবহাওয়া থেকে নিজের প্যারালাইজড মালিককে রক্ষা করার জন্য কুকুরটি তার ঘাড়ে কিছুটা আঘাত পায়। পরে কুকুরটির মালিক বিষয়টি বুঝতে পারে। তিনি এর জন্য ভীষণ খুশি হন। তিনি বলেন, আমার এই জীবনের জন্য আমি আমার প্রিয় কুকুর এবং চিকিৎসক ডা. কোলেনের কাছে ঋণী। ওদিকে, কুকুর যে তার প্রভু কী বলছেন সেটা বোঝে। গবেষণা করে বিজ্ঞানীরা তার আরও অনেক প্রমাণ পেয়েছেন। অনেক কুকুর মালিকদের বিশ্বাস স্থাপন করেছে নতুন এ গবেষণা। এতে সমর্থন পাওয়া যায়, মানুষের সবচেয়ে বড় বন্ধু সত্যিই আমরা কি বলছি, তার কিছু বোঝে।
হাঙ্গেরিতে গবেষকরা কুকুরের ঘিলু স্ক্যান করে দেখেছেন, তারা তাদের প্রশিক্ষকের তথা শুনছিল। এক্ষেত্রে মস্তিষ্কের নির্ধারিত অংশের ব্যবহার করছিল তারা, যা মানুষের কথা বুঝতে সাহায্য করছিল। বিজ্ঞানীরা দেখছেন যে, কুকুর মানুষের মতোই বাম মস্তিষ্ক দিয়ে শব্দ শুনে প্রক্রিয়াজাত করে আর স্বরভঙ্গি প্রক্রিয়াজাত ডানদিকটা দিয়ে। তারা দেখলেন, কুকুর যখন প্রশংসিত হচ্ছিল, শুধুমাত্র তখনই উৎসাহিত হচ্ছিল। বিএনও নিউজ ও ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ