Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাদেশ ব্যাংকে পে-রোল ট্যাক্স নিয়ে কর্মশালা

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

জাতীয় স্বার্থে রাজস্ব আহরণে গতিশীলতা আনয়ন ও লক্ষ্য অর্জনে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর কর অঞ্চল-১৫ এর আয়োজনে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পে-রোল ট্যাক্স (বেতন হতে উৎসে আয়কর কর্তন) এবং অনলাইন রিটার্ন দাখিলবিষয়ক এক কর্মশালা ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাসুম কামাল ভূঁইয়া প্রধান অতিথি থেকে কর্মাশালার উদ্বোধন করেন। এছাড়াও সভায় বাংলাদেশ ব্যাংকের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ এর মহাব্যবস্থাপক মোহাম্মদ আহমদ আলী, ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক জি এম আবুল কালাম আজাদ ও বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপক এবং উপ-মহাব্যবস্থাপকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এনবিআরের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে কর অঞ্চল-৪ ঢাকার কর কমিশনার রাধেশ্যাম রায়, কর কমিশনার মাহবুবা হোসেইন, অতিরিক্ত কর কমিশনার রনজিত কুমার সাহা এবং এ কে এম হাসানুজ্জামান, যুগ্ম কর কমিশনার তৌহিদুর মুনির এবং মো: নজরুল আলম চৌধুরী, উপ-কর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) মো: আবু জাফর হামিদ এবং মোহাম্মদ নাঈমুর রসুল, উপ-কর কমিশনার সুমন দাস এবং সহকারী কর কমিশনার আইয়ুব আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-রোলট্যাক্সের মাধ্যমে কিভাবে আয়কর কর্তন এবং রিটার্ন দাখিল করতে হয় সে বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন কর অঞ্চল-১৫ এর অতিরিক্ত কর কমিশনার রনজিত কুমার সাহা। এছাড়াও অনুষ্ঠানে অনলাইনে কিভাবে আয়কর জমা, রিটার্ন দাখিল করা যায় এবং প্রাপ্তি স্বীকারপত্র উত্তোলন করা যায় ও রিটার্ন দাখিলের সার্টিফিকেট পাওয়া যায়; সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা সমৃদ্ধ একটি অনলাইন ভিডিও টিউটোরিয়াল প্রদর্শন করা হয়। প্রেজেন্টেশন শেষে অনুষ্ঠিত হয় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এ সময় এনবিআর কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আয়করবিষয়ক নানা প্রশ্নের উত্তর দেন। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ