নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ-নিউজিল্যান্ড, ১ম টেস্ট ১ম দিন
টস : নিউজিল্যান্ড, বেসিন রিজার্ভ (ওয়েলিংটন)
বাংলাদেশ ১ম ইনিংস রান বল ৪ ৬
তামীম এলবি ব বোল্ট ৫৬ ৫০ ১১ ০
ইমরুল ক বোল্ট ব সাউদি ১ ৭ ০ ০
মুমিনুল ব্যাটিং ৬৪ ১১০ ১০ ১
মাহমুদুল্লাহ ক ওয়াটলিং ব ওয়াগনার ২৬ ৬৪ ৪ ০
সাকিব ব্যাটিং ৫ ১১ ১ ০
অতিরিক্ত (লেবা ২) ২
মোট (৩ উইকেট, ৪০.২ ওভার) ১৫৪
উইকেট পতন : ১-১৬ (ইমরুল), ২-৬০ (তামীম), ৩-১৪৫ (মাহমুদুল্লাহ)।
বোলিং : বোল্ট ১২.২-৩-৫৩-১, সাউদি ১১-৩-৪৫-১, গ্র্যান্ডহোম ৬-০-২৬-০, ওয়াগনার ১১-২-২৮-১।
(প্রথম দিন শেষে)
সংখ্যায় সংখ্যায়
২- নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ইনিংসে মুমিনুলের সেঞ্চুরি সংখ্যা। গতকালের (৬৪*) আগে তার চার ইনিংস ১৮১, ২২*, ৪৭ ও ১২৬*, যার গড় ১৮৮।
৪- নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে ৬ ইনিংসে তামীমের ফিফটি সংখ্যা। ইনিংসগুলো যথাক্রমে ৫৩, ৮৪, ১৫, ৬৮, ৩০ ও ৫৬ (গতকাল)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।