পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : পুঁজিবাজারে অস্বাভাবিকভাবে শেয়ারদর বাড়ার কারণ নেই তিন কোম্পানীর। তালিকাভুক্ত তিন কোম্পানীর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের কোম্পানীর শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কোন কারণ নেই বলে জানিয়েছে। কোম্পানী তিনটি হলো ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, লংকা বাংলা ফিন্যান্স লিমিটেড এবং অ্যাপোলো ইস্পাত। স¤প্রতি এ তিন কোম্পানীর শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে এর পেছনে কোন মূল্য সংবেদনশীল কারণ রয়েছে কিনা তা জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়। এর প্রেক্ষিতে কোম্পানীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএসইর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২৩ নভেম্বরে অ্যাপোলো ইস্পাতের শেয়ারের দাম ছিল ১৪ টাকা। যা গতকাল পর্যন্ত বেড়ে ২২ টাকার উপরে চলে এসেছে। অর্থাৎ এ সময়ে এ্যাপোলো ইস্পাতের শেয়ারের দাম বেড়েছে ৫৭ শতাংশ। লংকা বাংলা ফিন্যান্সের শেয়ারের দাম ১৪ নভেম্বর ছিল ২৬ টাকা। যা গতকাল ৪১ টাকার উপরে ছিল। অর্থাৎ এ সময়ে শেয়ারের দাম বেড়েছে ৫৮ শতাংশ। ১ ডিসেম্বর ফার ইস্ট নিটিংয়ের শেয়ারের দাম ছিল ২২ টাকা। যা ৩৩ টাকা পর্যন্ত উঠেছে। অর্থাৎ এ সময়ে কোম্পানীর শেয়ারের দাম বেড়েছে ৫০ শতাংশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।