Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিডেন ফিগার্স

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

থিওডোর মেলফি পরিচালিত বায়োগ্রাফিকাল ড্রামা ফিল্ম ‘হিডেন ফিগার্স’। ‘সেইন্ট ভিনসেন্ট’ মেলফি পরিচালিত একমাত্র পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র; এছাড়া তিনি বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। কয়েকজন কৃষ্ণাঙ্গ নারী গণিতবিদের বাস্তব গল্প এটি।
এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত রাশিয়ার মাঝে চলছে মহাকাশ জয়ের এক দুরন্ত প্রতিদ্ব›িদ্বতা। একবার যুক্তরাষ্ট্র পিছিয়ে যায় তো পরের বার এগিয়ে যায়। পুরোটাই মেধা আর গণিতের খেলা। সেই সময় তিন কৃষ্ণাঙ্গ নারী এলো নাসাকে এই প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যাবার জন্য। এই তিনজনকে এক সঙ্গে বলা হল ‘মানব কম্পিউটার’। এদের মধ্যে প্রধান হল প্রথম আফ্রিকান-আমেরিকান গণিতবিদ ক্যাথরিন জনসন (টারাজি পি. হেনসন)। তার সঙ্গে তার দুই সহকর্মী মেরি জ্যাকসন (জেনেল মোনে) এবং ডরোথি ভন (অক্টাভিয়া স্পেন্সার)। এই তিন গণিতজ্ঞ মিলে একটি কঠিন সমস্যার সমাধান করে ফেলে। আর তাতে যুক্তরাষ্ট্র এমনিতে এগিয়ে যাওয়া সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তাল মেলাতে সক্ষম হয় আর জন গেøন (গেøন পাওয়েল) মহাশূন্যে যুক্তরাষ্ট্রের প্রথম মানবে পরিণত হন এবং পৃথিবীর চারদিক প্রদক্ষিণ করেন। সবাই গেøনের নামই জেনেছে জানেনি এই তিন নারীর নাম। যার পুরুষ-নারীর বৈষম্য এবং বর্ণবাদের বাধা অতিক্রম করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিডেন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ