Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় বিশ্বযুদ্ধে খবর দেয়া ব্রিটিশ সাংবাদিক হলিং অর্থ মারা গেছেন

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংবাদটি সবার আগে যিনি দিয়েছিলেন সেই ব্রিটিশ সাংবাদিক ক্ল্যারে হলিংঅর্থ মারা গেছেন। ১০৫ বছর বয়সে হংকংয়ে গত মঙ্গলবার তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ১৯১১ সালে ইংল্যান্ডের লেইকস্টার শহরে জন্ম হলিংঅর্থের। ১৯৩৯ সালে পোল্যান্ডে জার্মানির আগ্রাসনের খবর  সবার আগে তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফকে দিয়েছিলেন। ওই সময় তিনি পোল্যান্ড থেকে জার্মানি সফর করছিলেন। জার্মান সেনাদের পোলিশ সীমান্ত গুঁড়িয়ে দেয়ার বিষয়টি সাংবাদিকদের মধ্যে প্রথম তার নজরে আসে। ডেইলি টেলিগ্রাফে সংবাদটির শিরোণাম ছিল  ১ হাজার ট্যাংক গুঁড়িয়ে দিয়েছে পোলিশ সীমান্ত। দশম ডিভিসন পাল্টা হামলা চালাতে প্রস্তুত। তবে ওই খবরটি হলিংঅর্থের নামে প্রকাশিত হয়নি। কারণ ওই সময় সংবাদপত্রগুলোতে সাংবাদিকদের নিজের নামে সংবাদ প্রকাশ না করার চর্চা ছিল। তিনদিন পর নাৎসি বাহিনীর আগ্রাসনের বিষয়ে বিশেষ খবর পাঠান হলিংঅর্থ। ১৯৯৪ সালে জেমস ক্যামেরন সম্মাননা পান হলিংঅর্থ। ১৯৯৯ সালে তাকে ‘হোয়াট দ্য পেপারস সে’ আজীবন সম্মাননা দেয়া হয়। ১৯৭০ সালে বেইজিংয়ে ছিল হলিংঅর্থের শেষ কর্মস্থল। জীবনের শেষ চারটি দশক তিনি হংকংয়ে বসবাস করেছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ