Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিয়েতনামে ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে ভারতকে হুঁশিয়ারি চীনের

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত যদি ভিয়েতনামকে আকাশ ক্ষেপণাস্ত্র দেয়, তাহলে চীন চুপ করে বসে থাকবে না। ভারতের বিরুদ্ধে এমন হুঁশিয়ারি দিয়েছে চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল টাইমস। বেইজিংয়ের পরামর্শ, ভিয়েতনামের সঙ্গে ভারত সহযোগিতা বাড়াতে চাইলে শান্তির লক্ষ্য নিয়ে বাড়াতে পারে, অন্য কোনো দেশকে চাপে ফেলার লক্ষ্য নিয়ে নয়। আকাশ ক্ষেপণাস্ত্র এই মুহূর্তে ভারতের আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রসহ আকাশ পথে ধেয়ে আসা আক্রমণ রুখে দিতে সক্ষম আকাশ। ভারত এবার ভিয়েতনামকে সেই ক্ষেপণাস্ত্র দেয়ার তোড়জোড় শুরু করেছে। চীনের শাসক দল তথা সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্রের সম্পাদকীয় প্রতিবেদনে লেখা হয়েছে, ভারত সরকার যদি সত্যিই কোনো রণকৌশলগত কারণে বা চীনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ভিয়েতনামের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করে, তা হলে চীন কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না। ভারত-ভিয়েতনাম সামরিক সম্পর্কের বিষয়ে চীনা সংবাদপত্রের মন্তব্য, ‘এই ধরনের সম্পর্ক আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার লক্ষ্যে গড়ে তোলা উচিত, অন্যদের সমস্যা এবং উদ্বেগ বাড়িয়ে তোলার লক্ষ্য নিয়ে নয়। চীনা সংবাদপত্রে ভারতের প্রতি হুঁশিয়ারি এই প্রথম নয়। ভারতের বিভিন্ন আন্তর্জাতিক এবং সামরিক পদক্ষেপ নিয়েই চীনের এই সংবাদপত্রে বিরূপ মন্তব্য দেখা যায়। গ্লোবাল টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ