Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজযাত্রায় ভারতীয় কোটা বাড়াল সউদি আরব

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তিন দশকে হজযাত্রায় বড় অগ্রগতি পেল ভারত। এক ধাক্কায় হজযাত্রার জন্য ভারতীয়দের কোটা বাড়ল ৩৪ হাজার ৫০০। সউদি আরবের এই উদ্যোগকে আনন্দের সঙ্গে স্বাগত জানিয়েছে বিজেপি শাসিত ভারত সরকার। সউদি আরবের জেদ্দা শহরে এই নিয়ে গত বুধবার বৈঠক করেছেন ভারতের প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নাকভি এবং সউদি আরবের হজ মন্ত্রী ডাঃ মহম্মদ সালেহ বিন তাহের বেনটেন। বৈঠক শেষে স্বাক্ষরিত হয়েছে চুক্তি। যেখানে ভারত থেকে প্রতি বছর হজযাত্রী কোটা সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৪,৫০০। আগে প্রতি বছর ১,৩৬,০২০ জন ভারতীয় সউদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে যেতে পারতেন। নয়া চুক্তি অনুসারে এবার থেকে হজে যেতে পারবেন ১,৭০,৫২০। চলতি বছর থেকেই এই নয়া নিয়ম কার্যকর হবে। ২০১২ সাল থেকেই হজে ভারতীয়দের কোটা বৃদ্ধির দাবি করছিল দিল্লি। প্রায় বছর পাঁচেক পর মঞ্জুর হল সেই আবেদন। এদিন বৈঠ শেষে মুখতার আব্বাস নাকভি বলেন, সউদি আরবের হজ বিভাগের মন্ত্রীর সঙ্গে খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সউদি আরব সফরের পর থেকেই উন্নত হয়েছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। গত বছর এপ্রিলে হয়েছিল সেই সফর। এরপর দুই দেশের শীর্ষ স্থানীয় নেতাদের বারংবার উভয় দেশে সফরের কারণে ভারতের সঙ্গে সউদি আরবের সম্পর্ক খুব মজবুত হয়েছে বলে জানিয়েছেন মুখতার আব্বাস নাকভি। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ