Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ডিএনসিসি মার্কেটের ধ্বংসস্তূপ সরাতে সেনাবাহিনী

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে ভয়াবহ আগুনে ধসেপড়া ভবনের স্তূপ সরাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী। গতকাল বুধবার সকালে ধ্বংসস্তূপ সরাতে আসা সেনা সদস্য মুস্তাফিজ বলেন, আমরা আজই এসেছি। ভয়াবহ এ অগ্নিকা-ে ধসেপড়া ভবনের স্তূপ সরাতে আমরা কাজ করবো।
উল্লে­খ্য, গত ২ জানুয়ারি সোমবার রাতে ডিএনসিসি মার্কেট কম্পাউন্ডের পূর্ব পাশের কাঁচাবাজার ও সুপার মার্কেট অংশে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ও অন্যান্য স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ ১৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসে।
ভয়াবহ এ অগ্নিকা-ে পাঁচ শতাধিক দোকান পুড়ে যায়। এছাড়া পূর্ব পাশের কাঁচা মার্কেটের বড় একটি অংশ ধসে গেলেও পাকা মার্কেটের আংশিক ক্ষতি হয়।
এদিকে ডিএনসিসি কাঁচা ও সুপার মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির চেয়ারম্যান শের মোহাম্মদ জানান, কাঁচা মার্কেটে মোট ৪০০ দোকান ছিল। আগুনে দোতলার মার্কেটটি পুরোপুরি ধসে প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ