নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : সদ্য সমাপ্ত জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের রেলিগেশন প্লে-অফ ম্যাচ না খেলে অবনমনে গেল ফেনী সকার ও উত্তর বারিধারা ক্লাব। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মঙ্গলবার তাদের উপর এ শাস্তির খড়গ ঝুলিয়ে দিয়েছে। তবে বাফুফের দেয়া শাস্তির বিরুদ্ধে আপিল করবে ক্লাব দু’টি। গতকাল এমন তথ্যই দিয়েছেন ফেনীর ফুটবল ম্যানেজর সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন ও উত্তর বারিধারা ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
শাহীন বলেন, ‘আমরা লিগ শেষে দুই ক্লাব এক হয়েই বাফুফে সভাপতি বরাবর একটি চিঠি দিয়েছিলাম। নিজেদের সমস্যার কথা উল্লেখ করে প্লে-অফ খেলতে অস্বীকৃতি জানিয়েছিলাম। কিন্তু বাফুফে আমাদের ওই চিঠি আমলে নেয়নি। উল্টো লিগ কমিটি কোনো আলাপ আলোচনা ছাড়াই ম্যাচের মাত্র দু’দিন আগে প্লে-অফে ফিকশ্চার দেয়। আমাদের মতো ছোট ক্লাবের পক্ষে দু’দিনের নোটিশে ম্যাচ খেলা সম্ভব নয়। তাই আমরা মাঠে আসেনি। বাইলজতো ক্লাবগুলোর জন্যই। অতীতে দেখেছি ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে বাফুফে বাইলজ অমান্য করে সিদ্ধান্ত দিয়েছে। আমাদের মতো অপরাধ করেও পার পেয়েছে ফরাশগঞ্জ। আবেদনের প্রেক্ষিতে অবনমনে গিয়েও বাংলাদেশ বয়েজকে প্রথম বিভাগে খেলার সুযোগ পেয়েছে। তাহলে আমরা কেন ছাড় পাব না? আমাদের কি দেশের ফুটবলে কোনো অবদান নেই? তিনি আরও বলেন, ‘আমরা বাফুফের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব। তাছাড়া বাফুফের কাছে আমাদের ৪২ লাখ টাকা পাওনা আছে। আমরা এই টাকা চেয়ে দ্রুত চিঠি দিব।’
বাফুফের এমন সিদ্ধান্তে হতবাক উত্তর বারিধারার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। তার কথা, ‘চুক্তি শেষে বিদেশিসহ দলের সব খেলোয়াড় ক্লাব ছেড়ে যায়। ফলে ম্যাচ খেলার মতো খেলোয়াড় ছিল না দলে। নতুন করে এদের সঙ্গে চুক্তি করে আমাদের পক্ষে প্লে-অফ খেলা সম্ভব ছিল না। যা আমরা চিঠি দিয়ে বাফুফেকে জানিয়েছি। তারা আমাদের ডাকতে পারত। কিন্তু তারা সেটা না করে ম্যাচের দুদিন আগে ফিকচার পাঠিয়ে দেয়। আমরা প্রস্তুত ছিলাম না বলে খেলতে আসেনি।’
জাহাঙ্গীর যোগ করেন, ‘মঙ্গলবার বাফুফের ডিসিপ্লিনারি কমিটি আমাদের দু’দলকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করে ও চ্যাম্পিয়নশিপে অবনমনে যে সিদ্ধান্ত দিয়েছে তার বিরুদ্ধে আমরা আপিল করব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।