Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ থেকে রোমানাদের প্রোটিয়া চ্যালেঞ্জ : সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা :  ২০১৫’র সেপ্টেম্বর-অক্টোবরে পূর্ব নির্ধারিত সফর শেষ মুহূর্তে স্থগিত করে ১৫ মাস পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে এখন দ.আফ্রিকা নারী ক্রিকেট দল এখন অবস্থান করছে কক্সবাজারে। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। আগামী মাসে নারী বিশ্বকাপ বাছাই টুর্নামেন্টকে সামনে রেখে এই সিরিজটি গুরুত্বপূর্ণ রোমানাদের কাছে।  এই প্রথম পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে রোমানার দল শিহরিত। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই সিরিজকে সামনে রেখে শেষ মুহূর্তে টাইটেল স্পন্সর পেয়েছে বিসিবি। এই সিরিজের টাইটেল স্পন্সরশিপ প্রতিষ্ঠান দেশের ইলেকট্রনিক ব্রান্ড প্রতিষ্ঠান ওয়ালটন। গতকাল এ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিসিবি পরিচালক ও উইমেন্স উইং কমিটির চেয়ারম্যান  এম এ আউয়াল চৌধুরী ভুলু, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড এডমিন) এস এম জাহিদ হাসান, ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন) উদয় হাকিম, ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি ডিরেক্টর (পিআর অ্যান্ড মিডিয়া) ফিরোজ আলম এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ