Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নয় কৃষ্ণাঙ্গ হত্যার দায়ে ডিলান রুফের মৃত্যুদন্ড

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার চার্লসটনে অঙ্গরাজ্যের ইম্যানুয়েল আফ্রিকান ম্যাথোডিস্ট এপিসকোপাল গির্জায় ৯ কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করে হত্যার বিচারে এক শে^তাঙ্গের মৃত্যুদ- হয়েছে। অভিযুক্ত ডিলান রুফ ২০১৫ সালে ওই গির্জায় প্রবেশ করে বাইবেল স্টাডি গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে নির্বিচার গুলিবর্ষণ করেন। এতে নয়জন নিহত হন। বর্ণবাদী ঘৃণায় তাড়িত হয়ে হত্যাকা-টি ঘটানো হয়েছিল। খবরে বলা হয়েছে, ঘৃণাজনিত অপরাধসহ ৩৩টি অভিযোগে গত মাসে দোষী সাব্যস্ত হন রুফ। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত নন বলে বিচারকদের জানিয়েছেন ২২ বছর বয়সী এই হত্যাকারী। ফেডারেল আদালতে তিনি হত্যাকা-ের পক্ষে সাফাই গাইতে গিয়ে বলেছেন, আমি অনুভব করেছিলাম, আমার এটি করতে হবে। আমি এখনও তা-ই অনুভব করি। ডিলান রুফ আদালতে বলেন, আমি যুক্তরাষ্ট্রে জাতিগত দাঙ্গা লাগাতে চেয়েছিলাম এবং কাজও শুরু করেছিলাম। প্রায় তিন ঘণ্টা ধরে বিবেচনার পর বিচারকরা মৃত্যুদ-ের রায় ঘোষণা করেন। রুফ আদালতে বলেন, আমার যাবজ্জীবন দ- চাওয়ার অধিকার আছে। কিন্তু আমি নিশ্চিত না, বিচারকরা কি করবেন এবং কোনটি ভালো হবে। এক আইনজীবী তার মৃত্যুদ- চেয়ে বলেন, ওই হত্যাকা- বর্ণবাদী সহিংসতাকে উস্কে দেয়ার জন্যই ঘটানো হয়েছিলো। দু’ঘণ্টা ধরে তার মামলার চূড়ান্ত শুনানি চলে। একটি বর্ণবাদী লড়াই শুরু করতে চেয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছিলেন রুফ। হত্যাকা-ের পর একটি ব্যাটেল ফ্ল্যাগ হাতে রুফের ছবি পাওয়া যায়। অনেকেই ওই ফ্ল্যাগটিকে ঘৃণার প্রতীক হিসেবে বিবেচনা করেন।  নির্বিচার ওই হত্যাকা-ের ঘটনাটি যুক্তরাষ্ট্র জুড়ে আলোড়ন তোলে এবং দেশজুড়ে বিভিন্ন বর্ণের মধ্যে সম্পর্ক নিয়ে বিতর্ক শুরু হয়। বিতর্কের জের ধরে সাউথ ক্যারোলিনা স্টেট হাউস থেকে বিতর্কিত ওই ব্যাটেল ফ্ল্যাগটি সরিয়ে নেয়া হয়, যে ফ্ল্যাগটি ৫০ বছর ধরে সেখানে শোভা পাচ্ছিল। বিচারকরা রায় ঘোষণার আগে আদালতকে নিহত ৮ জনের মৃতদেহের ছবি প্রদর্শন করেন। রুফ যাদের হত্য করেছিলেন, তারা হলেনÑ ক্লেমেন্টা পিঙ্কনি(৪১), সাউথ ক্যারোলিনার সিনেটর ডিয়ান মিডলটন ডক্টর(৪৯), শ্যারোন্ডা কোলম্যান থম্পসন(৫৯) প্রমুখ। গতকাল বুধবার সকালে বিচারকরা আনুষ্ঠানিকভাবে ওই মামলার রায় ঘোষণা করবেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ