মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ওয়াসিম আকরাম একটি মামলা করেছিলেন। কিন্তু বাদী হিসেবে শুনানির জন্য বেশ কয়েকবার আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। গত মঙ্গলবার করাচির একটি স্থানীয় আদালত এমন নির্দেশ দিয়েছেন। আগামী ১৭ জানুয়ারি আদালতে হাজির হতে হবে তাকে। উল্লেখ্য, গত বছরের আগস্টে মেজর (অব.) আমিরুর রেহমান ও অন্যদের আসামি করে বাহাদুরাবাদ পুলিশ স্টেশনে মামলা দায়ের করেন আকরাম। কিন্তু মামলার শুনানির দিন তাকে দেখা যায়নি। ৩১ বার শুনানিতে অনুপস্থিত ছিলেন তিনি। এরপরই আদালত এমন নির্দেশনা দিলেন। প্রসঙ্গত, গত বছর ৬ আগস্ট তরুণ বোলারদের ট্রেনিং সেশনে যোগ দেয়ার জন্য করাচি জাতীয় স্টেডিয়ামে যাচ্ছিলেন আকরাম। করাচির কারসাজ রোডে তার মার্সিডিজ গাড়িটির সঙ্গে আরেকটি গাড়ির ধাক্কা লাগে। আকরাম গাড়িটি পেছনে সরিয়ে ঝামেলা এড়ানোর চেষ্টা করেন। কিন্তু অন্য গাড়িটির পেছনের আসনে বসা রেহমান বন্দুক হাতে বেরিয়ে আসেন এবং আকরামের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। রেহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন আকরাম। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।