মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় দেশগুলোতে সামরিক মহড়া বাড়ানোর পরিকল্পনা করছে মার্কিন সেনাবাহিনী। ইতিমধ্যে জার্মানির একটি বন্দরে কয়েকশ’ মার্কিন ট্যাংক, সামরিক ট্রাকসহ যুদ্ধ সরঞ্জাম নামছে। রাশিয়াকে ঠেকাতে ট্যাংকের পর এবার অস্ত্রে সুসজ্জিত সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পূর্ব ইউরোপে এসব ট্যাংক ও সামরিক যান মোতায়েন করা হবে বলে বার্তা সংস্থার খবরে বলা হয়েছে। সম্প্রতি ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর উপপ্রধান এবং মার্কিন বিমান বাহিনীর ল্যাফটেন্যান্ট জেনারেল টিম রে এমনটাই জানিয়েছেন। জেনারেল আরো জানিয়েছেন, রাশিয়ার যে কোনও ধরনের হামলা মোকাবিলা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ক্রমশ রাশিয়ার সঙ্গে সংঘাতের রাস্তায় হাঁটছে। খবরে বলা হয়, রাশিয়ার সীমান্তের নিকটবর্তী দেশগুলিতে ন্যাটোর এই সুবিশাল সামরিক মহড়ায় প্রায় চার হাজার মার্কিন সেনা অংশ গ্রহণ করবে। পাশাপাশি, এই সমস্ত মহড়ায় ২৮ হাজারের বেশি মার্কিন সরঞ্জাম ব্যবহৃত হবে। জার্মানির বন্দরে ইতিমধ্যে সুবিশাল এই সামরিক সরঞ্জাম পৌঁছে গিয়েছে। সেখান থেকে বিভিন্ন মহড়ায় এই সরঞ্জাম পৌঁছে যাবে। টিম রে দাবি করেন, তার ভাষায়, রুশ আগ্রাসন ঠেকানোর অংশ হিসেবে এই সব মহড়া হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রর বন্ধুদের ভূখ- এবং নিরাপত্তা নিশ্চিত করা। এবং ইউরোপকে মুক্ত, স্বাধীন এবং সমৃদ্ধ রাখার লক্ষ্যও এই সব মহড়ার রয়েছে। রয়টার্স, ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।