Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গত ১৯ ফেব্রæয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার ৪২তম বছরে পদার্পণ করেছে। এ লক্ষে একাডেমি বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজনের উদ্যোগ নিয়েছে। সন্ধ্যায় একাডেমি প্রাঙ্গণস্থ নন্দন মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিষেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন নাট্যশিল্পী এসএম মোহসীন এবং নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক জিনাত বরকতউল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী। অনুষ্ঠানে ছিল বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীর নির্বাচক মÐলী ও বিচারক মÐলী এবং যেসব শিল্পী দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ও জাতীয় চারুকলা প্রদর্শনীতে পুরস্কৃত হয়ে বাংলাদেশের মর্যাদা সমুন্নত করেছেন এমন ৬০ জনের অংশগ্রহণে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় আর্টিস্ট ক্যাম্প। বিকেল ৩টায় একাডেমি প্রাঙ্গণে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা। বিকেল ৫টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এবং নন্দন মঞ্চে অ্যাক্রোবেটিক প্রদর্শনী। সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দন মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশন করে ‘এসো মুক্ত কর’ গানের সাথে শিল্পী রাহিজা খানম ঝুনু, লায়লা হাসান, জিনাত বরকত উল্লাহ, সালেহা চৌধুরী, দীপা খন্দকার, সেলিনা হক, নিলুফার ওয়াহিদ, ডলি ইকবাল, সুলতানা হায়দার ও মুনমুন আহমেদ, ‘এলো এ বনান্তে’ গানের কথায় পরিচালনায় স্নাতা শাহরীন, ‘ঐ উজ্জ্বল দিন ডাকে’ গানের কথায় অপি করিম, নাদিয়া, চাঁদনী এবং মৌ, বেবী ও অন্যান্য শিল্পীদের অংশগ্রহণে সমবেত নৃত্য (ফিউশন)। এছাড়া সঙ্গীত পরিবেশন করে ব্যান্ড-জলের গান, একক সংগীত শিল্পী সুবীর নন্দী, সালমা, পুলক, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার এবং দিলরুবা সাথী। এছাড়া গত ২০ ফেব্রæয়ারি একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় দিনব্যাপী আর্টিস্ট ক্যাম্প, বিকেলে একাডেমির নন্দন মঞ্চে ভাষার গান ও কবিতার আয়োজন করা হয়। আজ বিকেল ৪টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন ভাষাভাষীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দন মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ