Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৫২ ও ২১

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক ঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। এই উপলক্ষে আজ ২১ ফেব্রæয়ারি একুশে টেলিভিশনের পর্দায় দর্শকবৃন্দ উপভোগ করবেন বিশেষ আবৃত্তির অনুষ্ঠান ‘৫২ ও ২১’। বাংলার সংস্কৃতি ইতিহাসে কবিতার অবস্থান অন্যতম। সমাজ পরিবর্তন ছাড়াও নিজ অধিকার আদায়ের অনুভ‚তি প্রকাশের জন্য কবিতা যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। মানুষের আবেগ-অনুভূতি প্রকাশে মাতৃভাষার কোন বিকল্প নেই। তাই, এই ভাষা নিয়ে আমাদের দেশের অনেক গুণী ভাষাবিদ, সাহিত্যিক ও লেখক রচনা করেছেন অগনিত কবিতা। তাদের সেই লেখার ভাÐার থেকে একুশে টেলিভিশনের বিশেষ আবৃত্তির অনুষ্ঠান ‘৫২ ও ২১’। তিনটি আবৃত্তি দলের সমবেত পরিবেশনায় সাজানো হয়েছে অনুষ্ঠানটি। রিয়াজুম মুনির শৈবালের প্রযোজনায় আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৫২ ও ২১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ