Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

একুশের বিশেষ নাটক সাদা

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জামান সাহেব একজন নীতিবান স্কুল শিক্ষক। তিনি অন্যায় করেন না, অন্যায়কে প্রশ্রয়ও দেন না। স্ত্রী ও এক ছেলে নিয়ে তার সংসার। ছেলে মাহবুব এমবিএ শেষ করে এখন চাকরি খুঁজছে। অন্যদিকে মাহবুবের প্রেমিকার বিয়ের কথাবার্তা চলছে। সেও মাহবুবকে চাপ দিচ্ছে তাড়াতাড়ি একটা চাকরি জোগাড় করে বাসায় প্রস্তাব পাঠানোর জন্য। এর মধ্যে একদিন জামান সাহেবের শ্যালক তার বাসায় আসেন। যার সাথে অনেক আমলার ওঠা-বসা। তিনি জামান সাহেবের স্ত্রীকে বলেন, এভাবে ইন্টারভিউ দিয়ে চাকরি হবে না। চাকরি পেতে হলে টাকা পয়সা খরচ করতে হবে। তার সঙ্গে অনেক মন্ত্রী, এমপির ভালো খাতির আছে। সে চাইলে একটা সরকারি চাকরি হয়ে যাবে, কিন্তু লাখ দশেক টাকা লাগবে। এমন এক গল্প নিয়ে নির্মিত হয়েছে একুশের বিশেষ নাটক সাদা। নির্মাণ করেছেন খায়রুল পাপন। পাপনের গল্পে নাটকটির চিত্রনাট্য লিখেছন ইমরাউল রাফাত। নাটকটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সাবেরী আলম, ইভানা, জামাল রাজা, নাবিলা প্রমুখ। এটি প্রচার হবে আজ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দেশটিভিতে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একুশের বিশেষ নাটক সাদা

২১ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ