Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাবারের ভিডিও প্রকাশ করে হৈচৈ ফেলে দিল ভারতীয় সেনা

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে খাবারের ভিডিও প্রকাশ করে ভারতজুড়ে হৈচৈ ফেলে দিল এক ভারতীয় সেনা। ৪ মিনিট ৫৩ সেকেন্ডেরে ভিডিওতে ওই ভারতীয় সেনা তাদের নিত্যদিনের খাবারের তালিকায় থাকা রুটি ও চায়ের মান নিয়ে প্রশ্ন তোলে। ওই ভিডিও চিত্রে তেজ বাহাদুর যাদব নামের ওই সেনাসদস্য অভিযোগ করেন, তাদেরকে কোন স্বাস্থ্যসম্মত খাদ্য দেওয়া হয় না। সকালের নাস্তায় দুটি পরটা ও আধা কাপ চা, দুপুরের খাবারে তরকারি ও ঘি ছাড়া দুটি রুটি ও ডাল দেওয়া হয়। অধিকাংশ সেনাসদস্য রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে যান। তিনি অভিযোগ করেন, সেনা সদস্যদের জন্য যে রেশন আসে এগুলো উচ্চ পর্যায়ের অফিসাররাই ভোগ করেন অথবা বিক্রি করে দেন। ডেইলি পাকিস্তান।                



 

Show all comments
  • Momin ১১ জানুয়ারি, ২০১৭, ১০:৪৬ এএম says : 0
    আরে সাহেব কি বলেন!তারা এমনিতেই পাকিস্তানের সেনাদের সাথে পেরে ওঠতে পারে না।তার পর যদি তাদের এসব খাবার দেওয়া হয় তাহলে তো তাদের অবস্থা কি হবে.....??
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ